আমাদের কথা

১৯৬৮ সাল। আমার বড় ভাই ডাঃ মোঃ কামরুদ্দিন, প্রাক্তন এম,বি,বি,এস,ডি,এম,আর,ডি (কানাডা) রাজশাহী পরমাণু চিকিৎসক কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ডাইরেক্টর। আমি মোঃ মোসলেম আলী ও আমার বড় ভাই রাজশাহী বড় মসজিদের নীচে বিস্কুটের দোকানে এক দিন কেনা কাটা করছিলাম। ঠিক সেই সময় প্রায় ১২-১৩ বৎসর বয়সী মাথায় তেল চাটা টাক আক্রান্ত একটি মেয়ে রাস্তা পার হচ্ছিল। ডাঃ সাহেবের নিদের্শে মেয়েটিকে কাছে ডাকলাম। মেয়েটির নাম রেখা । বাড়ী রাজশাহী সিটি কলেজের উত্তর পাশে। পিতা একজন রিক্সাওয়ালা। পরবর্তীতে প্যাকেটের উপরে বর্ণিত উপাদানের নির্জাস খাঁটি নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে তাকে হেয়ার অয়েল হিসাবে ব্যবহার করতে দেওয়া হয়। প্রায় ৩-৪ মাস ব্যবহার করার পর তার মাথায় নতুন চুল গজাতে শুরু করে এবং ৬-৭ মাস পর গোটা মাথায় পূর্বের ন্যায় চুল গজিয়ে স্বাভাবিক অবস্থা ফিরে আসে।


তারপরে চুল পড়া, মাথায় খুশকি ও অকাল পক্কতা আক্রান্ত লোকজন আসতে শুরু করে। কোন প্রকার প্রচার ছাড়া এই তেলের চাহিদা বাড়তে থাকে। উপকৃত মানুষের মৌখিক প্রচারে জনমনে তেলের চাহিদা প্রতিষ্ঠিত হয়।

M. Ali
BA (honours), MA, Rajshahi University
Proprietor
S.R. Industries

Close Menu